সূর্যহীন উৎসব

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

সূর্যের মৃত্যু হয়েছে ভেবে রাত
আমোদে মাতে পান্তাগাছের পাতায়
নেচে ওঠে সাপেদের জিব
মনে হয় সময়ই সরীসৃপ!
মুখ খুলে শামুকের দল পাড়ি দেয়
জল জনন রথ!
কে থামায় এ উৎসব?
সূর্য মরে গেলেই এত সুখ
জানুক মেঘের দল!