‘ম্যাম শিক্ষক দিবসের শুভেচ্ছা’

শিক্ষক দিবসে শিক্ষার্থীদের কাছ থেকে এসব উপহার পেয়েছেন লেখকছবি: সংগৃহীত
অনেকেই জিজ্ঞাসা করে, ‘স্কুলে পড়াই, সারা দিন বাচ্চাদের চেঁচামেচিতে ঠিক থাকি কীভাবে?’ আসলে তাদের চেঁচামেচি পাখির কিচিরমিচিরের মতোই শুনি। মাঝেমধ্যে ধমক দিই, শাসন করি, খানিক সময় পর আবার বুঝিয়ে বলি।

শরতের আকাশটা আজ মেঘলা। ফুরফুরে মেজাজ নিয়ে সকালে স্কুলের গেটে পা রাখতেই শুভেচ্ছাবার্তায় সিক্ত হতে হলো। উজ্জ্বল হাসিমাখা মুখে, হাতে লাল গোলাপ ও চকলেট নিয়ে ‘ম্যাম, শিক্ষক দিবসের শুভেচ্ছা’ বলে একে একে এসে জড়িয়ে ধরছে শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিজ হাতে আমার একটি ছবি এঁকে নিয়ে এসেছে! অবিশ্বাস্য প্রাপ্তি। এক মুহূর্তের জন্য যেন সূর্যের মিষ্টি আলোয় শরতের বাতাসে কাশবনের মতোই দুলতে থাকলাম।

শিশুমন থেকেই স্বপ্নজাল বোনে প্রত্যেক মানুষ। জীবনের শুরুতে সবাই মসৃণ পথেই হাঁটতে চায়। ঠিক আমিও ছোটবেলা থেকেই ভাবতাম, বড় হয়ে ডাক্তার হব। অনেকেই টাকার জন্য চিকিৎসা করাতে পারে না। আম্মাকে বলতাম, ‘ধনীদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে যাদের টাকা নেই, তাদের ফ্রিতে চিকিৎসা দেব।’ তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। মাঝেমধ্যে আফসোস হয়। তখনই ভাবনায় আসে, আমার তো স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু ছোটবেলায় কোনো দিনও ডাক্তার ডাক্তার খেলতাম না। খেলতাম মাস্টার মাস্টার। বাড়িতে আমিই বড় এবং পড়ালেখা করি। বাড়ির আশপাশের ছোটদের শিক্ষার্থী বানাতাম আর আমি ম্যাডাম! তখন থেকেই হয়তো শিক্ষকতা আমাকে নিজের আপন করে নিয়েছে।

আমি শিক্ষকতা করি ব্লু বার্ড স্কুলে। স্কুলটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের গ্রামে অবস্থিত। অনেকেই জিজ্ঞাসা করে, ‘স্কুলে পড়াই, সারা দিন বাচ্চাদের চেঁচামেচিতে ঠিক থাকি কীভাবে?’ আসলে তাদের চেঁচামেচি পাখির কিচিরমিচিরের মতোই শুনি। মাঝেমধ্যে ধমক দিই, শাসন করি, খানিক সময় পর আবার বুঝিয়ে বলি। ওদের মন খারাপ থাকলে আমারই কষ্ট লাগে।

দিনের শেষ সময়টা পর্যন্ত ওদের সঙ্গেই কাটাই। কোনো দিন মনে হয়নি ওদের থেকে পালিয়ে বেড়াই। বরং কোনো কারণে ছুটিতে থাকলে শূন্যতা অনুভূত হয়। যতটুকু ভালো জানি, তা তাদের জানাতে চেষ্টা করি। ছাত্রছাত্রীদের চোখে নিজে স্বপ্ন বুনি। শিক্ষার্থীদের কোমল ভালোবাসায় সিক্ত হয়ে ভাবি, তবে কি আজ এত ভালোবাসা আমি পেতাম, যদি শিক্ষক না হতাম? স্বপ্নের সোনালি জালে তোমাদের গড়তে চাই।

সুন্দর পরিবেশে ভালো শিক্ষকদের ছায়ায় বেড়ে উঠুক শিক্ষার্থীরা। মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক সূর্যের মতোই আলো দিয়ে আলোকিত করুক প্রতিটি প্রাণ। শিক্ষার্থীরা মানবিক হোক, দেশ-সমাজের জন্য নিজেকে গড়ে তুলুক।

কার্যনির্বাহী সদস্য, ভৈরব বন্ধুসভা