জয়-পরাজয়ের আগস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ক্ষমতায় ছিলেন তিনি। দেশে এখন চলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই বাংলায় ও বিশ্বে অতীতে আগস্ট মাসে এমন আরও অনেক সরকার পতনের ঘটনা ঘটে। সেগুলোর মধ্যে কিছু উল্লেখ্যযোগ্য ঘটনা আজ লিখব।
১০০১ সালের ৫ আগস্ট পেশোয়ারের যুদ্ধে রাজা জয়পালকে হারিয়ে জয়ী হন সুলতান মাহমুদ গযনবীর। একই তারিখে মোস্তফা কামাল আতার্তুক তুরস্কের শাসক হন ১৯২১ সালে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ১৯২২ সালের একই তারিখে জার্মানি ত্যাগ করে আমেরিকায় আশ্রয় গ্রহণ করেন।
বিশ্বের কয়েকটি দেশ এই আগস্টে স্বাধীনতা লাভ করেছিল। ১৯১৯ সালের ১৯ আগস্ট আফগানিস্তান, ১৯৪৫ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়া ও ১৯৬২ সালের ৬ আগস্ট জ্যামাইকা স্বাধীনতা লাভ করে। বহুল আলোচিত দুটি দেশ পাকিস্তান ও ভারত ১৯৪৭ সালে যথাক্রমে ১৪ ও ১৫ আগষ্ট স্বাধীনতা লাভ করে। টানা ৮ বছর লেগে থাকা ইরান-ইরাকের যুদ্ধের সমাপ্তি ঘটে ১৯৯০ সালের ১৫ আগস্ট।
যুদ্ধ, বিদ্রোহ, আন্দোলন শেষে যেমন বিজয় আসে, তেমনি অনেক ক্ষয়ক্ষতি ও মানুষের প্রাণ চলে যায়। ১৯৪৬ সালের ১৬ আগস্ট ভারতের কলকাতার দাঙ্গায় প্রায় ৫০ হাজার লোক মারা যান।
যুদ্ধ-সংগ্রাম, ধ্বংসলীলা, জয়-পরাজয়ের এসব ঘটনা বিশ্বে চলতে থাকে প্রতিনিয়ত, যা থেকে তৈরি হয় নতুন ইতিহাসের, নতুন পথের। তবু অগণিত মানুষ এই যুদ্ধ–বিদ্রোহের বিপক্ষে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করে নিরাপদে বসবাস করতে চান। সবার একটাই চাওয়া, পৃথিবীটা যুদ্ধের নয়, শান্তির হোক।
বন্ধু, নরসিংদী বন্ধুসভা