শব্দহীন পথচলা

নিঃশব্দে সময় পার করার নামই প্রশান্তিময় জীবনছবি: সংগৃহীত

আজকাল আবেগের ঢেউ ওঠে না মনে
রাগে-অনুরাগে অভিমানের আঁধারও জমে না
বুকের বাঁ পাঁজরে।
গোমড়ামুখো অনুযোগ কিংবা অভিযোগ করার
ইচ্ছেটাও মরে গেছে সেই কবে!
ছোট ছোট খুনসুটিতে অবান্তর তর্কবির্তকেরও
অবকাশ নেই আর,
অদম্য প্রেম! অতঃপর ভালোবাসা—
অবশেষে মাকড়সার জালের মতো
কেবল মায়াতেই আটকে আছে সম্পর্ক।

মেনে নিয়ে মানিয়ে চলে বেশ কেটেই যাচ্ছে দিন।
শুধু প্রতিবাদহীন পথচলা...
প্রতিবাদেই যে হৃদয়ে জমাটবাঁধা আক্ষেপগুলো বৃষ্টি হয়ে ঝরে!
যা আজন্মই তোমার শান্তির অন্তরায়।
জানি, কারও অশান্তির কারণ হওয়াটাও সুখের নয়,
আবেগের নিয়ন্ত্রণে নির্ঝঞ্ঝাট সময় যাপনেই যত সুখ।
এখন আমি ঢেউহীন এক শীতল নদী!
ছন্দহীন গতিতে নীরব বয়ে চলি...
যাপিত সময়ের পথ চলার অভিজ্ঞতার
অনুধাবনে বুঝেছি, নিঃশব্দে সময় পার করার নামই
প্রশান্তিময় জীবন।