নিঃশব্দ আলপনাতে
মাঝে মাঝে কবিতা পড়ি
অদ্ভুত লাগে
মনে হয় তোমাকে দেখা সেই অরুণরাঙা ভোর
শেষ বিকেল হয়ে আবার উঁকি দিচ্ছে আমার জানালায়
সেদিন পার্কে বসে চিবুনো বাদামগুলো
আলপনা আঁকে টেবিলে
তারই প্রতিটি পরতে তোমার মুখ
আবির রঙা রক্ত হয়ে মিশে যায় আমার অস্তিত্বে
নিঃশব্দে প্রতিশব্দে
ঘরছাড়া ঘাসফুলের মতো কবিতারা
রোজ বিকেলে তোমার আবেগী আহ্বান নিয়ে
বড্ড বিরক্ত করে
আর তোমার শেষাংশ ছেড়ে যায়
বাদামের আলপনার গভীরে