অণুকবিতা

১.
মন–কারাগারে কত স্বপ্নকে করেছি বন্দী,
ধুঁকে ধুঁকে মরে তারা নিয়তি করেনি সন্ধি!
২.
ভালোবাসা মরে গেছে, চলে গেছ তাই!
কতটুকু রয়ে গেছ, কীভাবে জানাই?
৩.
ভালোবাসা মরে গেলে শান্তি যায় উড়ে
পাশাপাশি কাছাকাছি তবু কত দূরে!

৪.
মানুষকে যত পড়ি, তত দূরে সরি
চোখে নদী আছে, তবু তৃষ্ণা নিয়ে মরি!
৫.
অন্ধকারে ডুবে গেলে বাস্তবতা চোখ খুলে
জীবনের ভাঁজে ভাঁজে ভুলগুলো আনে তুলে
৬.
সূর্যের আলোতে দেখি—পৃথিবী রঙিন
বাস্তবের বিচ্ছুরণে সব বর্ণহীন।

৭.
ভালোবাসা ক্ষয়ে ক্ষয়ে হয়েছে নিথর
সেই পলি জমে বুকে হয়েছে পাথর।
৮.
বয়সটা বেড়ে গেলে কত চেনা মুখ
তবে কেন একাকিত্বে খুঁজে ফিরি সুখ?
৯.
নিজেকে খুঁজতে গিয়ে তোমারই দেখা পাই
তোমাকে খুঁজতে গেলে মরণের গান গাই!
১০.
প্রেমফুলে কাটা আছে—জেনেশুনে ভালোবাসি
আগুনে পোড়ে জীবন, তবু কেন ছুটে আসি?