উঠোন খোঁজে
ধ্বংসে খুঁজি নতুন জীবন
বিলীন করি সজীব প্রাণ,
আজ কাল পরশু করে
বাড়িয়ে তুলি পাথর মান।
দূরত্বের হাত ধরে আজ
দূর শহরে গড়ছে পাহাড়,
অজান্তে সেই শির মাড়ানো
অসীম সীমা হলো তাহার!
ভাবনাগুলো বাস্তবে হায়
থেমে থেমে তাল মেলে না!
সব আলোরই দ্বীপ্তি কেন
একই রকম রূপ ধরে না?
বাস্তব আর ভাবনাতে তাই
মাঝেমধ্যে বৈরিতা পাই,
দিন শেষে ফিরে এলে, তোমার-
উঠোনে ঠাঁই যেন পাই।