যদি আমি
আচ্ছা আমি যদি তোমার চোখে পৃথিবী খুঁজি, তুমি কি খুঁজতে দেবে?
যদি তোমায় নিয়ে কাব্য রচনা করে ফেলি, আবৃত্তি করে শোনাতে বলবে?
যদি তোমাকে নীল শাড়ি পরতে বলি, তুমি কি পড়বে?
তোমার রূপে মোহিত হয়ে প্রশংসা করি, তুমি কি লজ্জা পাবে?
আচ্ছা যদি জোছনা রাতে তোমার জন্য গিটারে সুর তুলি, গুনগুন করে মুচকি হাসবে?
তোমার জন্য গান করি, কাঁধে মাথা রেখে চুপটি করে শুনবে?
যদি তোমার দিকে অপলকে তাকিয়ে থাকি, তুমি কি রাগ করবে?
তোমার গাল আলতো করে ছুঁয়ে দিই, গালে কি লাল আভা পড়বে?
আচ্ছা যদি সারাটিক্ষণ তোমার ভাবনায় বিভোর থাকি, তুমি কী মিষ্টি হেসে বলবে, ‘পাগল একটা’
যদি নিজের জীবনের মতো করেই তোমাকে ভালোবাসি, তাহলে কী বলবে, ‘এতটা মায়ায় জড়িয়ে কী করে এত ভালোবাসো?’