ভালোবাসার ডিঙি নৌকা
তোমার ঠোঁটে জলতরঙ্গ আমার চুম্বনে বিদ্যুৎ হয়ে যায়
মেঘের পাঁজর ভেঙে বৃষ্টি নেমে আসে শস্য ফলনের খেতে
গহিনে দমকা হাওয়ার আঘাতে বাঁশি বাজে, রাখালিয়া সুর
দিগন্তবিস্তৃত এ আমার উদাস চোখ, উদাস মন
লতায়–পাতায় ঝনঝনিয়ে ওঠা নূপুর
একটা খামের ভেতর বিবর্ণ বর্ণমালা শুধু চিঠি হতে চায়
শরীরের প্রতিটি রোমকূপে পাপড়ি পরশের মতো কাঁটার শিনশিন
কে আমি? কী আমার আত্মপরিচয়?
তোমার প্রেমিক ছাড়া জীবন আত্মহারা, বাকি সবকিছু ক্ষয়
জলের অক্ষরে হৃদয়ের গভীরে লিখে রেখো শুধু নাম
চাঁদের কলঙ্ক থাকে, চরিত্রের বদনাম
ডাকবাক্সের শ্বাস-প্রশ্বাস তবু আমরা যারা টের পাই
প্রতিটি মুহূর্তে হৃৎকম্পনের মতো শো-শো শন-শন চিঠিগুলো ওড়ে বেড়ায়
এ জীবন মাটির ভেতরে অথবা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে
চতুর্দিকে ভালোবাসাহীনতার পৃথিবীতে
ভালোবাসার ডিঙি নৌকা ভাসিয়ে নিয়ে যেতে চায়