বিয়ের ফুল
তুমি আমাকে অপেক্ষায় থাকতে বলেছিলে,
আমি একগাল অট্টহাসি দিয়ে বলেছিলাম
তোমার জন্য এক যুগ কেন,
কয়েক যুগ অপেক্ষা করতে রাজি আমি।
যদি চাও তারও বেশি,
তবে তখনো আমি বলব, শুধু তোমার আছি।
গেল বসন্তে একটা পলাশ রঙা লাল টুকটুকে
শাড়ি দেবে বলেছিলে।
হাতে থাকবে একগুচ্ছ রজনীগন্ধার ফুল;
আমি হেসেই বলেছিলাম, আমার চাই না কিছুই!
তুমি আমার কাব্যসুধা,
তুমিই আমার অথৈ প্রেমের কূল।
তুমি বলেছিলে, একটা ফাগুন তুলে দেবে
আমার হাতে
সাথে দেবে রং বাহারি ঝুমকোলতা দুল;
পাহাড় সাগর ঘুরতে যাব রেখ খোলা চুল।
আমি হেসেছিলাম,
খুব করে হেসে হেসে বলেছি তোমায়।
আমার চাই না কিছুই প্রিয়,
তুমিই আছ আমার হৃদয় অতুল।
অতঃপর তুমি অপেক্ষার বিনিময়ে হঠাৎ
দিয়েছিলে উপেক্ষা আমায় দু-হাত ভরে!
তখনো আমি হাসির ঝলক ঠোঁটের কোনায়
ফুটিয়ে তুলে বলেছিলাম
এক জীবনে ভালোবাসা নয় তো কোনো ভুল!
জনম জনম বাসব ভালো, যদিও না ফুটে
বিয়ের ফুল।