চব্বিশের এই বন্যায়
হেলেঞ্চা ফুলে সুবাস ছড়ায়নি বহুদিন;
ডুবে গেছে প্রিয় কলমিলতা আর ঘাসফুলের মেলা।
আমাদের গাঁয়ের মেঠো পথের বাঁকে,
ঢেউ খেলেছে আচমকা এক বানের জল!
ভাসিয়ে নিয়েছে যত্ন করে সবটুকু সুখের পসরা।
এ কি তার ভয়াবহতা, দুর্দান্ত বয়ে চলা,
সুঠাম এক টলটলে নগ্ন গঠন।
অবাক চোখে দেখেছে সবাই তার ভয়ংকর রূপ।
নিরাশ চাহুনি মেলে চেয়ে আছে গৃহবন্দী সব মা
অসহায় দুনয়নে বিষাদের নীরবতা তাকে ছুঁয়ে যায়।
শিশু দোলে ভাসমান আসবাবে, স্রোতে ভাসে শত প্রাণের আকুলতা;
ছলাৎ ছলাৎ ঢেউ এসে কেড়ে নিল সব সুখের বাগান।
মাটির সঙ্গে মিশে গেছে জীবনের সাজানো মালা
শূন্য হাতে ছুটছে সবাই বাঁচার সে কী তাড়া!
মূল্য নেই কোনো কিছুর এতটুকু এই ধরার বুকে;
কী আছে আর জীবনের এক কিঞ্চিৎ মায়া!
সবই বৃথা, সুন্দর পরিপাটি দুদিনের প্রয়োজনে
আমাদের শুধুই বেঁচে থাকা।
মানুষে মানুষে বিভেদ সৃষ্টি, মানুষের আবার
কেড়ে নেয় বাঁচার স্বাধীনতা
ক্ষণিকের অতিথি সবাই আমরা, বুঝিয়ে দিল
চব্বিশের এই বন্যা;
অশ্রুসিক্ত দুচোখে তাকিয়ে থেকে শত শত প্রাণ
কাঁদে আজ নিরুপায়।