দুর্ভিক্ষের খেলা
অনেক রং দেখেছি আকাশে সেদিন,
রামধনু উঠেছিল বৃষ্টির পরে,
তারপর বহুদিন হয়ে গেছে পার, আকাশ হয়েছে মলিন,
মৃত্যুর পরোয়ানা এসেছে ঘরে ঘরে।
যেদিকে তাকাই, দেখি বারুদের স্তূপ,
চারিদিকে শুধু দেখি হানাহানি আজ,
দেখেছি মানুষের বেশে অমানুষের হিংস্র রূপ,
ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল মানব সমাজ।
মানবিকতার দোকানটার ঝাঁপ হয়ে গেছে বন্ধ,
নেমেছে চারিদিকে নিকষ আঁধার কালো,
পাই না আজ আর শরতে শিউলীর সুগন্ধ,
আজ আর কেউ কাউকে বাসে না তো ভালো।
দুর্ভিক্ষ নেমেছে আজ ধরার বুকে,
দুর্ভিক্ষ আজ প্রেম, প্রীতি, ভালোবাসার,
স্নেহ, করুণা, বিবেকের পাটও গেছে চুকে,
অদ্ভুত এক দিন এসেছে, দিন এসেছে সর্বনাশার।