উপেক্ষা আর অপেক্ষাদের গল্প

সন্ধ্যা নামে বিরহী মনের কোণেছবি: সুমন ইউসুফ

উপেক্ষা কখনো সুন্দর হয় না
ব্যথিত করে হৃদয়
নিদারুণ জেনেও আহ্লাদী সেজে
অপেক্ষায় থাকে।
শোনো অভিমানী,
উপেক্ষায় পোড়ার আগে নিজেই পোড়ো
ব্যাস, ব্যাসার্ধ আর সমীকরণের ছকে
নিজেকেই আঁকো।
অতল থেকে অতলান্তে ডুবে যাওয়ার আগে ভাবো
কেন পোড়ো কেন ডোবো?
তুমি কি অন্ধ?
তুমি কি বধির?
দুইয়ের ব্যাখ্যা নিজেই খোঁজো।
উপেক্ষা গল্পের নামকরণ একাকিত্ব
আর অপেক্ষা গল্পের নামকরণ আশাবাদী
এই নিয়েই বেঁচে থাকো।