প্রিয় মানুষটির জন্য অপেক্ষা অনেক মধুর। ঘড়ির কাঁটার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে হৃদয়ে এক ভালো লাগার অনুভূতি তৈরি করে। কিছুকাল পরপর মনে হয়, এই বুঝি আমার প্রিয়তমেষু এল। আচ্ছা, তোমাকে কেন ভালোবাসি?
উত্তর খুঁজতে গিয়ে নিজেই নিজের সঙ্গে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। সত্যিকারের ভালোবাসায় কোনো কারণ লাগে না, কোনো চাওয়া লাগে না, কোনো শর্ত লাগে না।
উত্তর যদি দিতেই হয় তবে বলব, ভালোবাসার জন্য তোমাকে ভালোবাসি, ভালোবাসার মায়ায় তোমায় জড়িয়ে রাখতে ভালোবাসি। তুমি আমার শক্তি, আমার পথচলার সাহস, বাকিটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই।
কোনো এক পড়ন্ত বিকেলে,
রোদে ভেজা প্রকৃতির ছায়াতলে
দেখা হোক আবারও...
বন্ধু, ভৈরব বন্ধুসভা