অণুকাব্য

১.
নীল রঙের শাড়িতে কখনো
সাজবে না জানি
বলবে না, বেঁধে দাও চুল।
তবু এক জীবন ভালোবেসে,
সয়ে নেব সমস্ত ব্যথার বকুল।
২.
কেউ কেউ জানে অথবা জানে না,
চোখের ভেতর মন লুকিয়ে থাকে।

৩.
দূরে বহুদূরে একদিন চলে যাব প্রিয়
সেদিন বুঝে যাবে জানি,
আমাদের কতখানি ভালোবাসা ছিল।
৪.
অতটাও সুন্দর নও, যতটা ভাবো
ততটাও অহংকারী নও,
যতখানি তোমার বন্ধুরা বলে
তারপরও তুমিই শ্রেষ্ঠা,
কারণ তুমি আমাকে ভালোবাসো।

৫.
চারপাশে এত আলো, এত মানুষ
তবু ক্রমশ আমি একা হয়ে যাচ্ছি।
৬.
সব দুঃখগুলো পাথর হয়ে যাক,
সমুদ্রের মতো বিশাল হয়ে উঠি।

৭.
ফিরে যাওয়ার পথে কিছু কষ্ট রেখে যাব;
তার গায়ে একটি গাছ পুঁতে দেখো,
গাছটিও তোমাকে ভীষণ ভালোবাসবে।
৮.
এভাবেই তো যাচ্ছে কেটে বেশ
একলা জীবন, এক সাগরে শেষ।

৯.
যারে চাই তারে পাই না তাই
দুঃখগুলো রোজ কাঁদাই;
সেই আফসোস রোজ ভাবাই,
যারে পাই তারে চাই না তাই।
১০.
যে চলে গেছে, সে দূরে দূরে থাক
রাখি তারে অন্তরে
আমার এখন বিরহ ভালো লাগে।