জীবনের টালিখাতা

বটবৃক্ষপ্রতীকী ছবি

শিকড় ছড়িয়ে পড়েছে চতুর্পাশে—
অদৃশ্য মায়ায় জড়িয়ে আছে বটবৃক্ষ;
কাঠঠোকরা ঠকঠক করে তুলছে রক্ত
কোটরে আশ্রয় নিয়েছে গোখরার দল,
মগডালে দুলছে বাবুই পাখির বাসা
তবুও বৃক্ষ অকর্মণ্য তকমায় ঠাসা।
সমাজে দায়সারা সম্পর্কগুলো ছন্নছাড়া—
অকৃতজ্ঞ আর স্বার্থপরের দখলে আলো;
অদ্ভুত নিঃশেষে চরিত্র কিম্ভূতকিমাকার
অমিল থেকে যায় জীবনের টালিখাতা,
বর্তমানের আঙিনায় অতীত সাংঘর্ষিক
নির্মিতব্য ভবিষ্যৎ আতঙ্কের কারুকার্যে।