আমার একটা আপন মানুষ থাক

অলঙ্করণ: মাসুক হেলাল

কেউ একজন খুব আপন হয়ে,
আমার রোজকার দিনযাপনের খবর নিক।
আমি কোথায় যাচ্ছি, কী করছি, খাচ্ছি কি না!
কেমন করে শব্দ গাঁথছি রোজ কাব্যের প্রেমে;
খবর রাখুক আমার দিনের শুরুটা কাটছে কেমন?
দুপুর গড়িয়ে বিকেলগুলো কাটে একা কেমন করে!
কেউ একটু অবসর হলে পাখির মতন ঘরে ফিরুক।
কিংবা প্রতি সন্ধ্যা এলে, দুকাপ কফি খেতে বসে
গল্প বলুক রোজ আমার সাথে।
কেউ আমার জন্মদিনে শুভেচ্ছা দিতে, অপেক্ষায়
থাকুক ভালোবাসার ডালি সাজিয়ে।
পাগলামি করে ভালোবাসুক, প্রতি নিশি–দিবসগুলো।
আমার সুখে প্রশান্তি মাখুক তাঁর আপন মনে।

আমার একটা আপন মানুষ থাক কিংবা প্রিয়
বন্ধু থাকুক।
যার আহ্লাদী প্রেমে পাগল হব আমিও একটু ভালোবেসে।
কেউ আমার নিশিরাতের গল্প শোনার বায়না করুক!
আমার একটু যত্ন করুক, নিয়ম করে ভালোবাসুক।
ভালোবাসার যে আমার বড্ড অভাব;
নিজেকে পরিপাটি করে ঘুচিয়ে আর কত
বাসব ভালো?
খুচরা করে ভেঙেচুরে গড়তে আমায় বেশ পারি।
এবার নাহয় কেউ আমার যত্ন করে খেয়াল রাখুক।
প্রিয় রঙের শাড়িটি এনে কেউ আমায় হঠাৎ এসে চমকে দিক!
কেউ তো বলুক পাগলি বলে,
সারা জীবন ভালোবেসে থাকব আমি তোমার পাশে।
আমার শুধু এই তুমিটা চাই।