একটা নিরিবিলি বিকেল চাই

নিরিবিলি লাউয়াছড়া জাতীয় উদ্যানছবি: পল্লব মোহাইমেন

একটা নিরিবিলি বিকেল চাই
শান্ত স্নিগ্ধ সুষমায় ভরা আদিগন্ত মেশা,
শঙ্খচিলের ডানায় যেখানে নেমে আসে সন্ধ্যা।
তুমি আমি মুখোমুখি ব্যবধান বিন্দুর সীমারেখায়
অস্তমিত সূর্যটা তোমার কপালে আঁকে রক্ত তিলক,
ছলছল চোখে ভালোবাসার ভরা নদী।
অজান্তেই মনের জানালায় উঁকি দেয় প্রণয়ী চাঁদ
জ্যোৎস্নামাখা একঝাঁক পাখির আনাগোনা,
তন্দ্রামগ্ন প্রাণের সঞ্চিত অনুরাগ।
বাতাসের কানে কানে মিলন মন্ত্রধ্বনি
দূর আকাশের কোলে ভেসে চলে আলোর খেলা,
চাই শুধু একটা নিরিবিলি বিকেল।