অবচেতন মনের স্বপ্ন

প্রথম আলো

জীবনের সুন্দর মুহূর্তগুলো ফুরিয়ে যায়
কত দিন সন্ধ্যার আঁধারে মিলেছি দুজন,
সেই স্বপ্ন, আবেগ, কল্পনাগুলো সবই স্মৃতিময়
পৌষের কুয়াশায় ভেজা সন্ধ্যায়, স্মৃতির অ্যালবাম খুলে দেখি
একঝাঁক কবিতা আর ভালোবাসার কথামালা।
বদলে গেছে চিরচেনা পথ, সব যেন অচেনা
দখিনা বাতাসে উড়ে উড়ে ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে
উদাস কিংবা উদাসী কুয়াশাচ্ছন্ন রাত্রির সুরেলা গান ভেসে আসে, নিঃসঙ্গতা কুরে কুরে খায়,

শূন্যতার মাঝে খুঁজে পাই, মনভাঙানিয়া এক মনের আর্তনাদ,
ধারণ করি হৃদয়ে, নিরুপায় এ মন।
যাপিত জীবনের সবুজ স্বপ্নগুলো কখনো ম্লান হয়ে আসে
আলোর প্রার্থনায় নেমে আসে অন্ধকারের গালিচা,
ইচ্ছে হয় নতুন করে স্বপ্ন গড়ি, ঠিক যেন আগের মতো
তছনছ করে দিই জগৎ–সংসার, ভেঙে দিই নিয়মনীতি।
ইচ্ছে হয় জড়িয়ে থাকি তার তীব্র ভালোবাসার আলিঙ্গনে
তার অপাঙ্‌ক্তেয় অবহেলার মাঝে
ভালোবাসা খুঁজে বেড়াই
এ যেন সব অবচেতন মনের স্বপ্ন, শুধুই স্বপ্ন।