অপরিশোধিত ঋণ

অলংকরণ: মাসুক হেলাল

আলমারির ভাঁজে রয়ে যাবে সাজানো
টাকাকড়ি নামীদামি প্রসাধন।
প্রাণপাখি উড়াল দেবে বিনা নোটিশে
ছিন্ন করে সমস্ত মায়ার বাঁধন।
সাধের যৌবন অবিরাম আবাদ করিয়ে
স্বপ্নের চূড়ায় করেছি পদচারণ।  
মরীচিকার পেছনে গা ভাসিয়ে চলেছি
চড়ে মাটির পায়ের মৈত্র বাহন।
নিরবতার সাক্ষী ঝুলন্ত দেয়ালের ঘড়ি
আরেকটি বছরের চির অবসান।
কত প্রিয়জন হারিয়েছে স্রোতের টানে
চোখে সাঁতরাই স্মৃতিরা আপ্রাণ।
মুখোশধারী নাইয়ে বৈঠা বেয়েছি সর্বদা
আনন্দকে যোগ করতে বহুগুণ।
মানুষ চিনতে অসময়ে মন পেঁকে গেছে
মাথায় ভর্তি অপরিশোধিত ঋণ।
তবুও নতুনত্ব আসে ঘুরেফিরে আঙ্গিকে
ফুলে ফুলে ভরিয়ে দেয় গৃহদ্বার।
উঠে দাঁড়ালে মজবুত খুঁটিতে ভর দিয়ে
দৈহিক শক্তির হয় না পুনরুদ্ধার।