আমার মা

অলংকরণ: এসএম রাকিবুর রহমান

বিমূর্ত জ্যোৎস্না রাতে বাড়ি ফেরার ভীষণ তাড়া।
বহুদিন হলো আমার হয়নি বাড়ি ফেরা।
বাড়ি বলতে সেই তুরাগ নদীর স্মৃতি,
যেখানে আজ আমি অতিথি মাত্র!
এই গভীর জোৎস্না রাতে
মা আমার জেগে আছে তার ছেলের অপেক্ষায়,
আমার বাড়ি হচ্ছে সেই তুরাগপারের গাঁ।
যা আজ বুকের মধ্যে বহমান বেদনার নদী,
মনের মধ্যে জেগে আছে হাজারো স্মৃতি!
বহুদিন পরে বাড়ি ফিরব শুনে,
মা যেন আমার দিশাহারা হয়ে আছে।
জরাজীর্ণ শরীরের মায়া ত্যাগ করে,
আমার অপেক্ষায় মা প্রতিটি রাত জেগে থাকে।
প্রচণ্ড ক্লান্তিভরা ঘুমের মধ্যে,
আমার নাম ধরে ডেকে ওঠেন মা
বাড়ি ফিরে এলি নাকি খোকা?
মা তোমার খোকা আজ ফিরবে ঘরে,
আর একটু সবুর করো।
তোমার সকল ক্লান্তি মুছে যাবে মা
আর একটু ধৈর্য ধরো,
নিদ্রাহীন আর কাটবে না রাত
আসবে প্রশান্তি ফিরে।
তোমার ছেলে থাকবে গো মা
তোমার কোলজুড়ে।