‘দুঃখের পাশে একটু বসো’ বইটির জন্য অপেক্ষা করছিলাম। কবি ও কবিতা যেহেতু আমার পছন্দের, সে হিসেবে অপেক্ষাটা একটু বেশিই ছিল। এই কবিতার বইটি মনজুর সা’দ-এর পঞ্চম বই। কবিতা ছোট হোক বা বড়, কবিতা কবিতাই। তাঁর ছোট ছোট কবিতার ভেতর কি ভীষণ গভীরতা। পুরো বই থেকে যদি আপনার একটা কবিতা মন ছুঁয়ে যায়, ভালো লাগে, নিজের সঙ্গে আত্মতা করতে পারেন, তাহলেই কবি সফল। কবি হয়ে ওঠাটা সার্থক।
এখানে সন্নিবেশিত কবিতাগুলো ছোট ছোট লাইনে ম্যক্সিম ও অণুকবিতা একসঙ্গে হেঁটেছে। প্রতিটি কবিতার সঙ্গে অর্থবোধক শিরোনাম রাখা হয়েছে। এটা দারুণ ছিল! শিরোনাম নির্বাচন করা কঠিন কাজ। সেটা যদি হয় কবিতার! তাহলে তো আরও কঠিন! পারফেক্ট হতে হয়। সেখানে কবিকে এক শতে এক শ দেব।
বইটি নিয়ে লেখক মনজুর সা’দ বলেন, ‘“দুঃখের পাশে একটু বসো” আমার পঞ্চম অণুকাব্যের বই। ভূমিকায় বড় বড় ফিরিস্তি লিখে পাঠকদের বিরক্ত করতে চাই না। এই বইটিতে আছে সুখ-দুঃখ, আশা ও হতাশা, আবেগ ও অনুভূতি, প্রেম ও বিরহ-বেদনার পঙ্ক্তিমালা। প্রতিটি পঙ্ক্তিমালার শিরোনামের ব্যাপারে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমার অর্ধাঙ্গিনী।’
মনজুর সা’দ আরও বলেন, ‘এই ছোট জীবনে কত মানুষই না দেখলাম। বেশির ভাগ মানুষই দুঃখ হৃদয়ে পুষে রেখে মুখটা হাসি-হাসি করে রাখে। কখনো কখনো এত সুন্দর হাসিও দুঃখের কাছে হার মেনে যায়। দুঃখ এতই গাঢ়, গভীর যে মানুষের দুঃখ দেখে আমারও দুঃখ লাগে! মাঝেমধ্যে আমাকেও দুঃখী দুঃখী মনে হয়। তাই হয়তো দুঃখ ও হাহাকারের কথা বারবার আমার কবিতায় উঠে আসে। দুঃখই মূলত কবিদের সখি। দুঃখ ছাড়া কবিতা হয় না। দুঃখের মধ্যেও যে সুখ আছে, এটা কবিতা না পড়লে বোঝাও যায় না। আমি যখন কবিতা লিখি, দুঃখ এসে আমার পাশে বসে থাকে। টলমল নয়নে চেয়ে দুঃখও হয়তো আমায় বলে, তুমিও দুঃখের পাশে একটু বসো।’
একনজরে
বই: দুঃখের পাশে একটু বসো
লেখক: মনজুর সা’দ
প্রচ্ছদ: ইকু
প্রকাশনী: ঘাসফুল প্রকাশন
মূল্য: ১৯৫ টাকা