প্রিয় কাঠগোলাপ,
একটা কথা জানতে ইচ্ছা করে। মেয়েদের ভালোবেসে হুমায়ূন আহমেদের ভাষায় সুহাসিনী, সুভাষিণী, নীলাদ্রি নামে ডাকা যায়। ছেলেদের তাহলে কী বলে ডাকে? আপনাকে আমি কোন নামে ডাকব? আপনি আমার ভালোবাসা। আপনাকে মায়া বলে ডাকতে চাই। অনুমতি দেবেন?
আপনার সঙ্গে সামান্য একটু কথা বলার এক আজন্ম চেষ্টা। আপনার প্রতি আমার এক আকাশ অনুভব। আপনাকে একনজর দেখার একবুক ইচ্ছা। আপনার এই ছোট ছোট ইগনোর বেশ লাগে আমার কাছে। যেন আরও কাছে টানে আপনার দিকে। বকুল ফুলের মতো সুবাস আপনার। আপনাতে মিশে যেতে চাই। ভালোবাসতে চাই।
ইতি
ভালোবাসার মানুষ
শিক্ষার্থী, চিলাহাটি সরকারি কলেজ, নীলফামারী