আজ ‘প্রথম প্রেম দিবস’

মডেল: সুমন ও মাইমুনাছবি: রোহান

প্রেম শাশ্বত, চিরায়ত। আমরা স্বীকার করি আর না করি প্রেম সবার জীবনেই আসে। তবে প্রথম প্রেম সব সময় নিখাদ হয়। সেটা বুঝে কিংবা না বুঝে যেভাবেই হোক। অনেক স্মৃতি জমে থাকে। প্রেমের কথা মাথায় এলে প্রথম প্রেমেই বেশি স্মৃতি রোমন্থন করে। অজান্তেই নিয়ে যায় সেই সময়টাতে। সজীব, সতেজ ও নির্মল প্রেম। এন্ড্রু কিশোরের গানের সুরে, ‘সবার জীবনে প্রেম আসে/তাইতো সবাই ভালোবাসে।/প্রথম যারে লাগে ভালো/যায় না ভুলা কভু তারে।’ সত্যিই প্রথম প্রেম কি আর চাইলেও ভোলা যায় এত সহজে!

প্রথম প্রেম মনে করতে চাইলে চোখ বন্ধ করলেই দেখবেন চোখের সামনে ভেসে আসছে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটার কথা। কিংবা মেয়েটা লাজুক হেসে চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। তার হাসি, কথা ও উপস্থিতি—সবই যেন এক মায়া জড়ানো আবেশ। সবই ভালো লাগে সে সময়টায়। প্রথম কথাতেই কী এক অনুভূতি। মনের ভেতর কী দারুণ দোটানা। প্রেমের কথা জানিয়ে দেব কি না! কিন্তু হাবভাব দেখে বুঝতে কি আর বাকী থাকে কারও। তবু লাজুক মন বলতে চায় না!

প্রথম প্রেমের স্মৃতি যাতে হারিয়ে না যায়, সে জন্য যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের আজকের দিনে পালিত হয় ‘প্রথম প্রেম দিবস’। তার পর থেকে প্রতিবছর ১৮ সেপ্টেম্বরকে প্রথম প্রেমের দিবস হিসেবে পালন করে আসছেন মানুষ। মানুষ স্মৃতির পসরা মেলে হারিয়ে যাচ্ছে প্রথম প্রেমের সেই সুন্দর দিনগুলোয়।

প্রথম প্রেমেই সম্ভবত মানুষ নিজেকে সবচেয়ে বেশি উজাড় করে দেয়। প্রেমের জন্য জীবনের সেরা পাগলামিগুলো করে। বোকা হয়ে যায় জাগতিক বাস্তবতা দূরে ঠেলে। মনের ভেতর গান ও কবিতারা একের পর এক ছন্দের ঢেউ তোলে। তাকে একনজর দেখার তৃষ্ণায় হৃদয় হয়ে যায় মরুভূমি। তার জন্য কী নিদারুণ টান। সময়ে–অসময়ে ছুটে চলা।

‘প্রেম একবারই এসেছিল নীরবে/আমারই এ দুয়ার প্রান্তে/সে তো হায়, মৃদু পায়/এসেছিল পারি নি তো জানতে।’ প্রেমকে নিয়ে কী আকুতি। মানুষ গানে, কবিতায়, গল্পে ও উপন্যাসে লিখে গিয়েছেন প্রেমের কথা। ছবিতে এঁকেছেন নিজের মনের মানুষটিকে, সবই প্রেমের জন্য। প্রেম পূর্ণতা পাক কিংবা না পাক; সেই যে সময়টা, ভালো লাগাটা সেটা কখনো হারায় না মন থেকে। রবীন্দ্রনাথের ভাষায় ‘ভালোবেসে, সখী, নিভৃত যতনে/আমার নামটি লিখো—তোমার/মনেরও মন্দিরে’।

কেউ কেউ আবার অবাক করে সেসব যুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দেন। মানুষের ভুলে যাওয়ার প্রবণতাকে সামনে তুলে ধরেন, যে প্রথম প্রেম বলে কিছু নেই। সবাই এক সময় সবকিছু ভুলে যায়। নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, নতুন প্রেমে। পুরোনো জঞ্জাল টেনে রাখতে চায় মনের হিসাবের খাতায়।

প্রথম প্রেমের বিচ্ছেদে হয় ভয়ানক দাবানল। বুক ফাটে তো মুখ ফুটে না। নীরবে হৃদয় পোড়ে। ছাপ ফেলে যায় জীবনে। নতুন কিছু শিখিয়ে দিয়ে যায় নতুন করে। তবু মানুষ প্রেমে পড়ে, ভালোবাসে। মিলন কিংবা বিরহে প্রেম থেকে যায় চুপ করে মনের কোণে। বিকেলের রোদ পালানো সময়ে স্মৃতি রোমন্থন করতে গিয়ে বৃদ্ধ মনও হেসে উঠে মনের অজান্তে। হে প্রেম, কিনা করেছিলাম তোমার জন্য!

সাবেক সহসভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা