নীলে হারাও

সমুদ্রের জলরাশিফাইল ছবি

সমুদ্রের জলরাশির উত্তাল উন্মাদনা
সৈকতের বালুকা বেলায়
ক্ষণে ক্ষণে আছড়ে পড়া
ঢেউয়ের তালে আছড়ে পড়ুক গোধূলি
খেই হারিয়ে মিলিয়ে যাক বাতাস
অসীম দিগন্তে বিলীন হোক তোমার ভালোবাসায়
নিশানাবিহীন ভালোবাসায়
থাকবে না পিছুটান, বলবে না কোনো কথা
উন্মুখ ইচ্ছায় জড়িয়ে পাশাপাশি চুপচাপ
নির্বাক–নিষ্পলক অন্তর্দৃষ্টিতে ডুবে যাওয়া
ক্ষণিক অসীম ভাবনায় সিক্ত দুজনে
পাশাপাশি থাকবার ভীষণ কল্পনা।
বাক্ ভুলে ইশারায় কথোপকথন
স্মৃতি ভুলে কল্পনায়, সময়কে অতীত ভেবে
অজানায় অবগাহন; আবেগে, ভালোবাসায়
সুদূর পথে যাওয়া; অসীমে অবগাহন।
চিবুক-কপোলে নিখুঁত নিরীক্ষা
আবেগের টোল, সসংকোচ লাল মুখাবয়ব
ঘাম–বৃষ্টিতে কাঁপা তনু, দিকভোলা পথিক—
ঠাঁই পাক তোমার বুকে!