<p>কল্পলোকের শব্দগুলো তোমার চোখে খেলে<br>স্বপ্নগুলো কাজল যেন ওড়ায় ডানা মেলে।<br>কাজলচোখের শরৎ জুড়ে সাদা কাশের বনে<br>আমার লেখার উপন্যাসটি হাতছানি দেয় মনে।</p>.<p>কাজলচোখের ফাগুনতলা মুখর কোকিল গানে<br>শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় মন ও প্রেমের মানে।<br>কাজলচোখের পাহাড় বেয়ে সবুজ ঝর্ণাধারা<br>তার পললে জেগে ওঠে প্রগাঢ় প্রেমের পাড়া।<br>অষ্টপ্রহর প্রেমের পাড়ায় মন যে থাকে পড়ে<br>কাজলচোখে মনটা আমার মন দেখে প্রাণ ভরে।</p>
<p>কল্পলোকের শব্দগুলো তোমার চোখে খেলে<br>স্বপ্নগুলো কাজল যেন ওড়ায় ডানা মেলে।<br>কাজলচোখের শরৎ জুড়ে সাদা কাশের বনে<br>আমার লেখার উপন্যাসটি হাতছানি দেয় মনে।</p>.<p>কাজলচোখের ফাগুনতলা মুখর কোকিল গানে<br>শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় মন ও প্রেমের মানে।<br>কাজলচোখের পাহাড় বেয়ে সবুজ ঝর্ণাধারা<br>তার পললে জেগে ওঠে প্রগাঢ় প্রেমের পাড়া।<br>অষ্টপ্রহর প্রেমের পাড়ায় মন যে থাকে পড়ে<br>কাজলচোখে মনটা আমার মন দেখে প্রাণ ভরে।</p>