কাজলচোখের শরৎ জুড়ে

অলঙ্করণ: মাসুক হেলাল

কল্পলোকের শব্দগুলো তোমার চোখে খেলে
স্বপ্নগুলো কাজল যেন ওড়ায় ডানা মেলে।
কাজলচোখের শরৎ জুড়ে সাদা কাশের বনে
আমার লেখার উপন্যাসটি হাতছানি দেয় মনে।

কাজলচোখের ফাগুনতলা মুখর কোকিল গানে
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় মন ও প্রেমের মানে।
কাজলচোখের পাহাড় বেয়ে সবুজ ঝর্ণাধারা
তার পললে জেগে ওঠে প্রগাঢ় প্রেমের পাড়া।
অষ্টপ্রহর প্রেমের পাড়ায় মন যে থাকে পড়ে
কাজলচোখে মনটা আমার মন দেখে প্রাণ ভরে।