একটি ইচ্ছে

অলংকরণ: তুলি

আমার অনেক ইচ্ছের মধ্যে একটি ইচ্ছে ছিল তোমাকে ছুঁয়ে দেখা।
শহরের বড় বড় অট্টালিকার মাঝে চাপা পড়া এই ইচ্ছে আজও আমাকে তাড়া করে বেড়ায়।
শত বছর শত রাত্রি আমি অপেক্ষায় কাটিয়ে দিতে পারব শুধু তোমাকে ছুঁয়ে দেখার আশায়।
বিশাল সমুদ্রে আমি সাঁতার কেটে তোমার কাছে আসতে রাজি।
বিশ্বাস করো কোনো ক্লান্তি দেখা দেবে না।
শুধু একবার তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছায় সব করব।
নভোমণ্ডল, ভূমণ্ডল থেকে শুরু করে পৃথিবীর অষ্টম আশ্চর্য—সব দেখা হয়ে গেছে আমার।

কোনো আশা বাকি নাই, শুধু তোমাকে ছুঁয়ে দেখার এই ইচ্ছে এখনো পূরণ হয় নাই।
যদি কেউ আমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে জানতে চায়, তোমার শেষ ইচ্ছে কী?
আমি হাসিমুখে বলে দেব—‘আমি আমার ভালোবাসাকে একবার ছুঁয়ে দেখতে চাই।’
তোমাকে ছুঁয়ে দেখতে গিয়ে কতবার ফিরে এসেছি, তার হিসাব রাখলে হয়তো তুমি বুঝতে আমি কতটা ব্যাকুল হয়ে আছি তোমাকে ছুঁয়ে দেখার জন্য। বারবার একটা জিনিস ভয় করে,
আমার অপবিত্র হাত দিয়ে তোমাকে স্পর্শ করলে যদি তুমি মোমের মতো গলে যাও।
তোমাকে ছুঁয়ে অপবিত্র করতে চাই না, আর তাই বারবার তোমাকে ছুঁয়ে দেখতে গিয়েও ফিরে আসি।
এবার বসন্ত আসুক, আমি ঠিক তোমাকে ছুঁয়ে দেখব বালিকা।

টিলাগড়, সিলেট