মানবাধিকার

প্রতীকী ছবিঅলংকরণ: আরাফাত করিম

সান্ধ্য ছায়ায় নিমজ্জিত আমার একটি সকাল চাই!
জঞ্জালের স্তূপে চাপা পড়ে আছে কান্নার আওয়াজ
হতাশার গ্রাসে হারিয়ে যেতে বসেছে শেষ সম্বল;
ইজ্জতকে আগলে রাখা বস্ত্রে শকুনের চোখ
ধারালো দৃষ্টিতে রাখা, ছিন্নভিন্ন করার পাঁয়তারায়।

দেখা হয় না সূর্যোদয়, করা হয় না রৌদ্রস্নান
ভুলে গেছি দেখতে কেমন আমার সুন্দর পৃথিবী?
তোমরা পারলে মুক্ত করো আমাকে যে কেউ এসে
হাসতে দাও—হাসার স্বাধীনতা দাও না ফাঁসিয়ে;
দেখতে না চাইলে এই জগৎ-সংসারের ধ্বংসাবশেষ।