ঝুমবৃষ্টিতে

বৃষ্টি শুনলেই বর্ষণমুখর একটি দিনের ছবি ভেসে ওঠেছবি: সাইফুল ইসলাম

বৃষ্টির এত মধুর ধ্বনি,
রিমঝিম সুরের মাতাল হাওয়া।
অবিরাম রাগমাখা সূর্যের অগ্নিমাখা চাহনিকে করেছে স্মিতে সৃষ্টি।
বৃষ্টি, মধুর বৃষ্টি।
মনের বারান্দায় বৃষ্টি নামুক
প্রশান্তির এক জলধারা বয়ে যাক প্রাণজুড়ে।
ভালোবাসার আকাশের জোছনা ছড়িয়ে পড়ুক মনজুড়ে।
আর সেই ভালোবাসার বাতাসে এলোমেলো করে দেব তোমার চুল, হাতে হাত রেখে জগতের বিচিত্র নিয়মগুলো ভেঙে হারিয়ে যাব দূর অজানায় যেখানে নীল আকাশ হারায়।

কোনো এক বৃষ্টিভেজা দিনে তোমার হাত ধরে হাঁটব কিছুক্ষণ, যখন ক্লান্ত হবে, তখন কাঁধ পেতে দেব বিশ্রামের জন্য।
তোমায় নিয়ে একসঙ্গে জোছনা দেখব, তোমার জন্য গিটারে সুর তুলব, তুমি শুনবে আর আমি অপলক শুধু তোমাকেই দেখব।
এই মুহূর্তে যতগুলো গোলাপ পৃথিবীতে ফুটেছে, সব তোমার হাতে এনে দেওয়ার চেষ্টা করব।

তবে মনে রেখো, সেগুলো কখনোই আমার মনের বাগানে ফোটা গোলাপের সমতুল্য হবে না।
কবিতা আর গানগুলো সুর করে রেখেছি তোমাকে শোনাব বলে।
সেই তুমি আসবে, পাশে বসবে, রিমঝিম বৃষ্টি এসে আমাদের ভিজিয়ে দিয়ে যাবে। ঝুম শব্দের মায়াবী আবহে সময়টা বেশ কেটে যাবে।

লেখক: বন্ধু, ভৈরব বন্ধুসভা