তোমার জন্য

অলঙ্করণ: মাসুক হেলাল

তোমার জন্য আমার খালি রাখা বুক
মনের ঘরে তোমাকে রেখে পূর্ণ হোক
তোমার জন্য আমার জমিয়ে রাখা দিন
জীবন মাঝে ফুলের রঙে হয়ে আছে রঙিন।
তোমার জন্য আমার ভীষণ অভাববোধ
তোমার জন্য পুড়তে পারি প্রখর রোদ
তোমার জন্য আমার একলা কাটে সময়
ফুরাচ্ছে আয়ু; জীবন নামের ঘড়ির হচ্ছে ক্ষয়।
তোমার জন্য আমার হয়েছে অনেক লেখা গান
তোমার মুখে ফুটবে বলে; ফিরল না আর প্রাণ।
তোমার জন্য হৃদ্‌মাজারে একটি কথা লেখা
তোমার চোখে চোখ রেখে ভালোবাসি বলা।