অনিশ্চয়তা

প্রতীকীফাইল ছবি

এই আমি হেঁটেছি অনেক
কাঁকর মেশানো কঠিন পথ ধরে,
হয়তো অনেকবার পা থেমেছে
ঝরেছে ঘাম মাথা থেকে মাটি পর্যন্ত,
দেখেছি পাতাঝরা শাখা
কাঁদছে উলঙ্গ বিকটরূপে
ঝরাপাতাও দেখেছি আবার
উড়ছে মাতালের মতো ঝড়ের বেগে!
শুনেছি ঝরনার কান্নার সুর
পাহাড়ের বুক ছিঁড়ে ছুটছে।
বুঝেছি মিথ্যে তার কান্না
মিশে যাবে সাগরের বিশালতায় তাই।
দেখেছি অন্ধকার পাহাড়
শিখেছি নীরবতার কথা,
অনুভব করেছি নীরবতার বুকের
হিংস্র প্রাণীর নিষ্ঠুরতার ভয়াল থাবা।
দেখেছি প্রতিপদ বন্ধ প্রতিবন্ধকতার জালে
প্রতিমুহূর্ত সংশয়ে ভরা
সম্মুখ ও পেছনের অনিশ্চয়তার দ্বন্দ্বে।