দেখা হবে গোধূলিলগ্নে

গোধূলিলগ্নে আকাশ আলিঙ্গন করছে মেঘনা নদীর বুকে। হাইমচর, চাঁদপুরছবি: মোহাম্মদ আল-আমিন

শেষ বিকেলেই তো আমাদের দেখা হওয়ার কথা, একেবারে গোধূলিলগ্নে
যখন পাখিরা নীড়ে ফেরে
সূর্য অস্তমিত হয় লাল-কমলা রঙা সাজে।
অবাক হয়ে লক্ষ করলাম,
সব সময়ের মতো আমি আর আমি নেই
আমার মধ্যে চঞ্চলা হরিণীর মতো ভাবনা, আবেগ, অনুভুতি সাড়া দিচ্ছে,
দমকা হাওয়ায় ওড়ছে গাছ–লতাপাতা
এমনকি আমার চুলও
কখন যেন মেঘেদের ভিড়ে উবে গেছে আমার হৃদয়ের শূন্যতা–বিষণ্নতা–হতাশা
আমার মনে যে শুধুই ভালো লাগা আর
ভালোবাসার বসবাস।
শুধুই ভাবছি, বিকেলের সুখময় নরম আলোয় বসব পাশাপাশি
আমার প্রিয় কৃষ্ণচূড়া তলায়।
যাক না ফিরে বসন্ত
তবু গেয়ে উঠবে কুহু কুহু সুরে কোকিল
ঝরবে হালকা ঝোড়ো হাওয়া
আমাদের অনুরাগের অনুরণনে কেবলই
মুগ্ধতা আর উন্মাদনা থাকবে।
শুধু দেখা হওয়ার কথাতেই আমার এত পরিবর্তন, এত উচ্ছ্বসিত মনঃপ্রাণ।