প্রকৃতির রূপ বদল
চারিদিকে নিস্তব্ধ নীরবতা
প্রকৃতি তার রূপ বদলে ব্যস্ত
বৃক্ষের মরা পাতা ঝরছে অবিরাম
ধূসর ধূলিকণা লেপটে আছে
শরীরের প্রতিটি ভাঁজে।
চিরচেনা সম্পর্কের স্মৃতি মুছে দিয়ে
সঙ্গীকে বিদায় জানাচ্ছে বৃক্ষ-পল্লব।
নতুন পুষ্পের ছোঁয়া পেতে
কী যে প্রতীক্ষা তাদের!
কীটপতঙ্গ আর ফুলের দৈহিক মিলনে
অনাগত প্রজন্ম হাতছানি দিয়ে ডাকছে
নতুন সাজে ফিরতে পুনর্বার।
তাজা সবুজাভ অবয়বে হয়তো—
দেখা মিলবে বাসন্তী সাজ।
প্রকৃতি অধীর আগ্রহে গুনছে প্রহর
বসন্ত, তুমি আসবে কবে?