নারীর জয় একার নয়

নারীকে মূল্যায়ন করলে জয় হবে মানুষের, জয় হবে সুন্দর একটি সমাজের

জীবনের সাত রং। এর মধ্যেই সব রং মিশে আছে। ঋতুর মতো এসব রং জীবনে আবির্ভাব হয়। বিশ্বসংসারের স্বাভাবিক দিনলিপি এটি।

মানুষ যা চেয়েছে, তা সব পেয়েছে—অদ্যাবধি হয়নি। আকাঙ্ক্ষা বিলুপ্ত হয়েছে, এমনটিও ঘটেনি। জীবনের সব রং থেকে কালো আর সাদা রঙের প্রাদুর্ভাব বেশি। এ যুগে মানুষ কারও অপেক্ষায় পথের ধারে সমাধিত হয় না, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায় না। মানুষ এখন অপেক্ষা করা ছেড়ে দিয়েছে। চোখের পানি মুছে সামনে এগিয়ে যেতে শিখেছে।

তবে জেনে বা অজান্তে বহু ভুল মানুষের হয়। এই ভুলের জন্য যাঁরা অনুতপ্ত হন, তাঁরা সত্যি এগিয়ে যান। মুখের কথায় নয়, কাজে ও পরিশ্রমে। আরেক দল আছেন, তাঁরা অনুতপ্ত হবেন কি! তাঁরা তো জানেন–ই না কোনো ভুল হচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে; কারও ভেতরে কান্না জমে থাকে তাঁদের ভুলের জন্য। তাঁদেরও উত্তরণ হয়। অবিরল সৃজনে সৃষ্টি করে যায় মানুষ সময়কে সঙ্গী করে। কষ্টময় জীবনের যাঁরা, তাঁরাও এগিয়ে যাবেন।

সব দেখে, শুনে, বুঝে কেউ যখন কোনো প্রতিবাদ করেন না, তার মানে এই নয় যে, তিনি এসব বিষয়ে অবগত নন। ভদ্রতা মানুষকে প্রতিবাদ বা তর্ক থেকে বিরত রাখে এক ঝুড়ি কষ্ট দিয়ে। প্রতিটি সেকেন্ড, মিনিট দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে যায়। এটি অবশ্য তাঁদেরই মনে হয়। কিন্তু যাঁরা সুসময়ের অপেক্ষায় থাকেন তাঁদের দ্রুত কেটে যায়। সুদিন আসবেই। মনে হবে তৈলাক্ত বাঁশের মাথা থেকে কম সময়ে নেমে যাবে।

ভাবছেন কথাগুলো কাদের নিয়ে এবং কেন? কথাগুলো নারীদের জন্য। নারীরা হচ্ছেন অবহেলিত, অপমানিত, মূল্যহীনতার মানদণ্ডেও জিরো।
কেন এই বিভেদ? আমরা আন্দোলন করি, প্রতিবাদ করি। কোনো লাভ হয় কি? দেখা যাবে যে নারী এ সবকিছুর নেতৃত্ব দিচ্ছেন, তিনি নিজেই অবহেলিত পুরুষ সমাজে। নারীকে মানুষ ভাবতে যাঁরা এখনো অক্ষম, তাঁদের সংখ্যা বেশি। তাই নারীদের মূল্যায়নও কম।

দেশ নেতৃত্ব দিচ্ছেন একজন নারী, সংসারও নেতৃত্ব দেন একজন নারী। শুধু অধিকারের বেলায়, নারী তুমি তো শুধু হাঁড়ি ঠেলতেই জানো, আর কী চাও? নতুন হাঁড়ি কিনে দেব। এটাই অনেক। নারীদের কখন যে মানুষ ভাববে! তখন সমাজের নারীবিদ্বেষী যাঁরা, তাঁরা কী করবেন! সময়ের চাকা যে ঘুরে যাচ্ছে ক্রমে।

এ সময় এক দিন বিশ্বাসঘাতক হবে। বলতে হবে তখন নিজের মুখে। তবে চিরন্তন সত্য যে কথা—শ্রদ্ধা, সম্মান, ভক্তি যাদের ওপর আপনার থাকবে, তাঁরা এগুলোর অর্থ কখনোই অনুধাবন করতে পারবে না। কাউকে সম্মান করে কথা বললে ভাববে নিশ্চয়ই আপনার কোনো দুর্বলতা আছে।

নারীকেও মানুষ ভাবুন। মানুষকে মূল্যায়ন করুন। আপনি যত বড় ব্যক্তিই হোন না কেন, মানুষের মূল্যায়নে আপনি আরও উদারচিত্তের হবেন। সামনের মানুষটির কোনো দুর্বলতা নেই। এটি তাঁদের সহজাত প্রবৃত্তি।

জয় হবে মানুষের, জয় হবে সুন্দর একটি সমাজের। নারীর জয় একার নয়।