এক পড়ন্ত বিকেলে

কারমাইকেল কলেজে পড়ন্ত বিকেলে সূর্য ও পাখি একসঙ্গেছবি: তুহিন ওয়াদুদ

তোমাকেই দেখে দেখে কল্পনা আঁকছে
আমার দুচোখের একপলক দৃষ্টি;
কী সুন্দর অপরূপা তুমি!
আহা! তোমার হাসি কী মিষ্টি।

তুমি বসে আছো ফুলের মতো
তোমার শাড়ির আঁচল থেকে সুগন্ধি বেরোচ্ছে;
ভ্রমরেরা আশপাশে গুনগুন করছে
কেউবা পথ হারাচ্ছে।

ওইখানে মেলা বসেছে—
ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসেছে;
কেউবা মালা গাঁথছে, কেউবা রং মাখছে
যেন এক পড়ন্ত বিকেল।

পুষ্পকাননে প্রজাপতি ফুরফুর করে উড়ছে
পাশে কাশফুল হাওয়াই দুলছে;
আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
কল্পনাতে তোমার ছবি হৃদয়ে আঁকছি।