মাথার মধ্যে নৃত্য করে
মেঘখণ্ডের সংখ্যাতত্ত্ব
নৃত্য করে জাপটে ধরে
লেপটে চুমুর সংখ্যাতত্ত্ব
গভীর বনে হেলান দেয়া
আলো–ছায়ার সংখ্যাতত্ত্ব
খুব গোপনে গন্ধ নেয়া
ভালোবাসার সংখ্যাতত্ত্ব
মাথার মধ্যে নৃত্য করে
নোনা জলের সংখ্যাতত্ত্ব
শান্ত দিঘির সংখ্যাতত্ত্ব
আমায় ছেড়ে একলা থাকার
শরৎমেয়ের আকাশ হবার
মধ্যরাতে তারা গোনা
মুঠোফোনে বার্তা দেবার সংখ্যাতত্ত্ব।
মাথার মধ্যে নৃত্য করে
নৃত্য করে
সংখ্যামেঘের সংখ্যাতত্ত্ব
বিকেল–চায়ের সংখ্যাতত্ত্ব
হারিয়ে যাবার সংখ্যাতত্ত্ব।