বোধের আঙিনায়

অলংকরণ: তুলি

নিঃসঙ্গ প্রহর ছুঁয়ে বেদনাহত ভারাক্রান্ত সময়ে
দুরতিক্রম্য অসম্ভব অভিলাষ উঁকি দেয় মানসকুঞ্জে
তোমার অস্তিত্ব সমস্ত সত্তায় মননে মগজে
বোধের আঙিনায় এক তীব্র অনুভূতি জাগে

অনন্য শিল্পযাত্রায় হাঁটি অলৌকিক স্বপ্নের পথে
অপ্সরী ছোঁয়ায় বেদনাতুর কালের যাত্রায়
সুখের গোলাপ ফুটে রুক্ষ মরুর বুকে
অসম্ভব ভালো লাগায় হারাই বিমুগ্ধ কাব্যের ভুবনে।

অমৃত সুধা মন্থনে বিহ্বল হই অপার সুখে
রাশিদোষে দুষ্ট আমি কক্ষচ্যুত হই ঘুরেফিরে
তবু জেগে উঠি মোহনার ঘূর্ণি স্রোত থেকে
শুরু করি জীবন শুরু থেকে আবার নব উদ্যমে
বেহুলার ভেলায় ভাসব বলে অনন্য অনুভব  
বোধের আঙিনায় অনন্ত এলোমেলো হবার আগে।