মুক্তির লেনাদেনা

অলংকরণ: আরাফাত করিম

ক্ষয়িষ্ণু সময়ের আর্কাইভে
জমা থাকে অনেক লেনাদেনা;
দুচোখের নদীতে চর উঠলেই
ঠাওর হয় নরম পলির উর্বরতা।

মনে করায় মাটির কাছে জন্মের ঋণ,
হৃদয়ের কাছে হৃদয়ের ঋণ,
উদয়ের পথ ধরে
আঁধারের কাছে আলোর ঋণ।

জননীর মায়া প্রলম্বিত ছায়া হয়ে
সম্মুখে দাঁড়ায় সারাক্ষণ,
প্রজাপতির ডানায় ভেসে আসে
পাহাড়ের কান্না, কার ভেজে তনুমন?

আছে মুক্তির সকল দুয়ার,
কতটুকু দানে খুলবে স্বর্গের দ্বার?
যদি না পরিশোধিত হয়
মর্ত্যলোকে অন্যের পাওনা অধিকার।