মানুষ বরাবরই ভালোবাসার কাঙাল

অলংকরণ: মাসুক হেলাল

জীবনে একটা ঠিকঠাক মানুষ থাকা সবারই স্বপ্ন থাকে। যে মানুষটা তাকে খুব ভালো রাখবে, পাশে থাকবে সব রকম পরিস্থিতিতে। ভালো তো অনেকেই বাসতে পারে, তবে মন থেকে নিখুঁত ভালোবাসা পাওয়া সত্যি অনেক বড় সৌভাগ্যের। কেউ নিখুঁতভাবে ভালোবাসার জন্য জীবনে না এলে, এর চেয়ে বড় দুঃখ আর কিছুই থাকে না। সবাই তো চায়, তার পাশে থাকা মানুষটি সঠিক হোক; সত্যিকারের একজন ভালো মানুষ হোক। সব সময় আগলে রাখুক ভালোবেসে। প্রত্যেকেরই জীবনে আসা প্রথম মানুষটি হঠাৎ কারণে–অকারণে হারিয়ে যায়। তারপর পুরোপুরি স্থায়ীভাবে জীবনে আসা মানুষটির কাছে সে অনেক কিছু প্রত্যাশা করে। সে মানুষটি চাইলেও তাকে সারা জীবন ভালো রাখতে পারে, ভুলিয়ে দিতে পারে সেই প্রথম মানুষটি হারিয়ে যাওয়ার বিরহ-ব্যথা।

নতুন করে তার জীবনটাকে খুব যত্ন করে সাজিয়ে দিতে পারে। ভালোবাসতে পারে জীবনের শেষ দিন অবধি। তাহলে সেই প্রথম মানুষটিকে ভুলে থাকা সহজ হয়ে যায়। মানছি, কখনো না কখনো তার স্মৃতি পীড়া দেয় মনে, কিন্তু জীবনে ভালো থাকতে গেলে এবং পাশে থাকা নতুন মানুষটিকে নিয়ে সুখে থাকতে গেলে, সেই প্রথম মানুষটিকে ভুলে থাকাই শ্রেয়। জীবন কারও কারও ফুলশয্যা নয়; দুঃখ, কষ্ট আর যন্ত্রণায় গড়াগড়ি খেলে একটা জীবন কত অনায়াসেই কেটে যায়। কিন্তু সব দুঃখের মধ্যেও পাশে থাকা মানুষটির একটু যত্নে খুব সুন্দর একটা জীবন হতে পারে।

মানুষ বরাবরই ভালোবাসার কাঙাল! সে চায় একটু ভালো থাকতে, সুখে থাকতে। ভালোবাসা পেলে অনেক সময় একটা জীবন বদলেও যায়। জীবনে অনেক ঝড় মোকাবিলা করা সম্ভব হয়, পাশের প্রিয় মানুষটির অগাধ ভালোবাসা পেলে। লাভ-ক্ষতির হিসাব করে জীবন চলে না। আর আবেগের কথা নাই–বা বললাম। সবাই জানি, আবেগ দিয়েও জীবন চলে না। বাস্তব জীবনের সবকিছু নির্ভর করে দুজনের সমান মন ও মানসিকতার মানুষের ওপর; যে তার জীবন কেমন কাটবে। মানসিক বোঝাপড়ার মধ্যেও অনেক সময় ভালো থাকা নির্ভর করে। গুণীজনেরা বলেন, মনের শান্তি আসল শান্তি। আমিও তাতে একমত। মনে যদি শান্তি না থাকে, তাহলে পুরো পৃথিবীটাই বিষাদময়, অন্ধকার লাগে। টাকাপয়সা আসবে যাবে, অবস্থা পরিবর্তন হতে সময় খুব একটা লাগে না। কিন্তু জীবনে ঠিকঠাক একটা মনের মতো মানুষ না থাকলে তার পুরো জীবনটাই কষ্টে কাটে।

জীবন সুন্দর হয় তখনই, যখন দুজনের পারস্পরিক সম্পর্ক সুন্দর হয়। একে অন্যের প্রতি ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধা ও বোঝাপড়া এক হয়। মানসিক দিক থেকে একটা মানুষ সব সময় পাশে চায় সঠিক একটা জীবনসঙ্গী। প্রিয় তো যে কেউ হতে পারে, তবে ব্যক্তিবিশেষে এর মান একেক জায়গায় একেক রকম। ভালো মানুষ পেলে জীবনে সুখের শেষ থাকে না। আর দুজন দুই মন ও মানসিকতার মানুষ একসঙ্গে বাঁধা পড়লে জীবনে, জীবন নরকতুল্য হয়ে যায়। এরা টেনেটুনে জীবন কাটিয়ে দেয় ঠিকই, তবে বাস্তবিক জীবনে সমাজ আর লোকে কী বলবে এটা ভেবে, এরা একই সঙ্গে বছরের পর বছর কোনোরকমে কাটিয়ে দেয়। শুধু এই একসঙ্গে থাকার মধ্যে কোনো আনন্দ থাকে না, কেবল মানিয়ে নেওয়া।

এই কথা তারাই বুঝতে পারবে, যারা ব্যক্তিজীবনে ভুক্তভোগী। কেউ কেউ হয়তো বিরোধিতাও করবে। বলবে, ভালোবাসায় জীবন চলে না। আমি বলব, ভালোবাসায় জীবন চলে না তা ঠিক, কিন্তু একবার ভালোবাসাহীন একজন জীবনসঙ্গী নিয়ে দীর্ঘ পথ চলেই দেখুন; আপনার জীবন কোথায় ভেসে যাবে টেরই পাবেন না! আর বাকি রইল সংসার, এর যাত্রাপথ এতটাও মিষ্টি নয়। পৃথিবীতে কোনো কিছুই গবেষণা ছাড়া হয় না। ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতার কথাগুলো মন থেকে একবার গভীর গবেষণা করে দেখবেন। আপনার জীবন এখন কোন পর্যায়ে আছে, তার ওপর একটু ধ্যানে বসুন। মোটিভেট করে দেখুন জীবনের প্রতিটি দিন, আপনার মন কী বলছে বা সে মনে কী কী চায়? আপনার জীবনে ভালোবাসার পরাজয় আছে, নাকি ভালোবাসাহীন একটা গোটা অধ্যায় আপনি কাটিয়ে দিচ্ছেন হরহামেশা!

চৌদ্দগ্রাম, কুমিল্লা