আত্মক্ষরণ

ছবি: ফ্রিপিক

চাওয়া না-পাওয়ার দ্বন্দ্বে
কোমল মন কষ্টের গাঢ় লিকার
গ্লানি দগ্ধতার ওঙ্কারে,
নদীর ঢেউ বিলাসী মন
মেহেদিপাতার সবুজ দেহের ভেতর
রক্তাক্ত ক্ষতবিক্ষত আত্মক্ষরণ।
ভাঙা মাস্তুলের দীর্ঘশ্বাস
হাতির দাঁতের মতো ঝিকমিক করে ওঠে
বিমূর্ত ভালোবাসার স্বাদ।
বাউন্ডুলে জীবন নানা সংকীর্ণতাকে
ডোমঘরে ফেলতে পারেনি
ওষ্ঠাগত পাপাত্মার দায়,
জাগতিক মৃত্যুর অপচয়
স্বপ্ন খুনের রক্তে।