ঠিকানাবিহীন চিঠি

চিঠিপ্রতীকী ছবি

প্রিয় মেঘ,

চাঁদহীন আকাশ আর একলা আমি!
বারবার মনে পড়ে বেঁকে যাওয়া পথের গল্পগুলো,
অশ্রুসজল নয়নে বাইরে তাকিয়ে থাকি;
দীর্ঘ সময় ভীষণ এক আঁধার ছেয়ে থাকে
আমার চারপাশ,
হৃদয়ের গহিনে শুনি কালবৈশাখীর শব্দ!
দুচোখ ভেসে যায় জলে...
বুকভরা দীর্ঘশ্বাস!
জীবনের অনেকটা পথ কেটেছিল হেলায়–অবহেলায়,
যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধানে ছোট্ট একটি হাইফেনের দাগ ছিল কেবল;
হ্যাঁ, সেটা ছিল জীবন-মৃত্যু!
সেখানে সুখের স্বপ্ন দেখা ছিল বড়ই বেমানান।
এই অন্তিম ক্ষণে—
ক্ষীণ আশার আলো দেখতে পেলাম আমি,
পেলাম মানে—দেখালে তুমি!

ইতি
নীলিমা