বসন্তদিনের চিঠি

প্রতীকীছবি: শামীনূর রহমান

প্রিয় সখা,

কত বসন্ত আসে, আর কত বসন্ত যায়;
কত কোকিল পথ হারিয়ে কণ্ঠ থেমে যায়
অবলীলায় শুধু আমিই কোথাও যেতে পারলাম না তোমাকে ছেড়ে।
আকাশে ভীষণ মেঘ করে এলে দূর আকাশের শঙ্খচিলও নিচে নেমে আসে। কিন্তু ক্রমেই তুমি আরও দূরে চলে যাচ্ছ। ঠিক সন্ধ্যা নামার মুখে কেমন করে যেন মিলিয়ে যাও গহিন অরণ্যে। তবু মন ভাবে, তোমায় খোঁজা শেষ হয়নি।

কত বসন্ত এল গেল; কিন্তু সেদিন সন্ধ্যার পর তুমি আর ফিরে এলে না। একটা গান ভীষণ মনে পড়ে, সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী আজও দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে, খোকা ফিরবে বলে।

খোকার মায়ের মতো আজও আমি তোমার জন্য অপেক্ষা করি। আকাশে মেঘ করে টুপটাপ যত বৃষ্টির ফোঁটা পড়ে মনের গহিন কোণে, তোমার জন্য আমি তত কথাই বুনে রাখি। কোনো এক বসন্তের দিনে জমানো কথাগুলো বলব বলে।

চারদিকে বসন্তের আভাস। অপেক্ষা জাপটে ধরে, সূচনা ফাল্গুনের; ঝরার পরও ফুল ফোটে পলাশ বলে সত্যিই কি বসন্ত এসেছে? কই, তুমি তো এখনো এলে না? নাকি পোড়া হৃদয়ে বসন্ত আসা বারণ?

ইতি
অপেক্ষায় থাকা এক শঙ্খচিল