‘মা’ শব্দটি ছোট্ট। এই ছোট্ট শব্দটির মধ্যেই লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা, পরম মায়া, মমতা, স্নেহ। মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। পৃথিবীর একমাত্র ভালোবাসা, যে ভালোবাসায় নেই কোনো অপবিত্রতা, বিনিময়তা।
মায়েরা সন্তানের সুখের জন্য সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকেন। ছোটবেলায় যখন কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, কান্না করাই ছিল মুখের ভাষা; তখন মা-ই ছিলেন একমাত্র সঙ্গী।
মাকে আমি ‘আম্মু’ বলে সম্মোধন করি। তিনি একজন সরকারি কর্মকর্তা। আম্মু যখন সারা দিন পর অফিস শেষ করে বাসায় আসেন, তখন তাঁর চোখেমুখে থাকে তীব্র ক্লান্তির ছাপ। তবু তিনি বিশ্রাম নেন না। বাসায় এসে আম্মুর যেন আরেক অফিস শুরু হয়। আমাদের দুই ভাইয়ের সব আবদার মেটান, নিজে না খেয়ে আমাদের জন্য খাবার রেখে দেন, আবার রান্না করেন। ছোটবেলায় বুঝতাম না, কিন্তু এখন বুঝি, আম্মু আমাদের জন্য কত কষ্ট করেন।
মায়েরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আজ বলতে চাই, ‘তোমাকে ভালোবাসি আম্মু। সৃষ্টিকর্তা তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিন।’
সভাপতি, বাউয়েট বন্ধুসভা