পূর্ণতায় তুমি

ছবি: এআই/বন্ধুসভা

অমানিশার মতো তীব্র কালো আঁধারে
তলিয়ে যাই অমানিশার গহ্বরে।
হবে কি তুমি একটা পুরোনো ডায়েরি,
যেখানে আমার স্মৃতির পাতায় ধুলো জমে থাকবে।
বিষণ্নতার রাতগুলোতে
তুমি নাহয় দুঃখ হলে!
আকাশের ঘন কালো মেঘ হলে
আমি নাহয় বৃষ্টি হলাম।
পূর্ণিমা রাতের ঝলমলে আলোয়
আকাশের পানে তাকালেই ইচ্ছে করে,
তোমার পাশে একটা উজ্জ্বল তারা হয়ে
আলোকিত করি পুরো আকাশটাকে।
সারা দিনের কাজের মাঝে
তুমি নাহয় আমার একটুখানি অবসর হলে!
সমস্ত পৃথিবীর বিশালতায়,
ইটপাথরের নগরীর ব্যস্ততায়—
তবু পূর্ণতায় শুধু তোমাকেই খুঁজে ফিরি।