কোনো কিছুই হারাবার নয়,
দৃষ্টির সীমানা ছেড়ে
লুকিয়ে পড়ে দিগন্তের ওপারে।
চোখের পাপড়িগুলো নুয়ে পড়লেই
নেমে আসে আলো-আঁধারি;

জানালায় উঁকি দেয় পলাতক জোছনা—
জীবনজুড়ে রহস্যময় লুকোচুরি
দিন শেষে রাত, রাত শেষে দিন—
বর্ষা শেষে শরৎ, শীত ঘুরে বসন্ত
কষ্ট ছুঁয়ে সুখ, সুখের তীরে কষ্টের ঢেউ
মনের দৃষ্টি পাড়ি দেয় লক্ষ নিযুত পথ
চোখের দৃষ্টি আটকে থাকে দিগন্ত রেখায়।

যে যাবার চলে যায় চোখের অন্তরালে,
শুধু রেখে যায় কিছু স্মৃতি, কিছু পদচিহ্ন—