অনেক বেশি ভালোবাসি বাবা

অনেক বেশি ভালোবাসি বাবাছবি: সংগৃহীত

বাবার মাছের ব্যবসা ছিল। সকালে যেতেন আর ফিরতেন সন্ধ্যায়। তখন আমরা হারিকেনের আলো জ্বালিয়ে পড়াশোনা করতাম।

মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া। বাবার মেজাজ সব সময় আকাশচুম্বী থাকত। তাই ওনার সঙ্গে খুব একটা কথা হতো না। আমাদের সব আবদার পূরণ করত মা।

শুনেছি, বাবা সব সময় পুত্রসন্তান চাইতেন। বড় বোনের পর আশা ছিল পুত্রসন্তান হবে। কিন্তু আবারও মেয়ে। গণিতের সমান্তর ধারার মতো পরে আরও দুই মেয়ে। আমরা চার বোন।

একদিন ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েন বাবা। আমাদের জীবনেও এর ব্যাপক প্রভাব পড়ে। তবে বাবা হার মানতে রাজি নন। ছোট কাকার ও আমাদের পড়ালেখার খরচ জোগাড় করে গেলেন। বাবা চাইতেন আমরা যেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আর ছোটকাকা যেন ভালো একটা চাকরি পায়।

বাবার ইচ্ছা আজ পূরণ হয়েছে। ছোট কাকা চাকরি করছেন। আমরা দুই বোন বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কিন্তু আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি। মনে মনে শপথ করেছিলাম, পড়াশোনা শেষে চাকরি করে বাবাকে সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দেব।

সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। বাবা যে আমাদের মাঝে নেই। কখনো মুখ ফুটে ভালোবাসি কথাটিও বলতে পারিনি। অনেক বেশি ভালোবাসি বাবা।