শূন্যতা মানেই শেষ নয়; বরং নতুন সম্ভাবনার সূচনা

শূন্যতাপ্রতীকী ছবি: লেখক
শূন্যতা আমাদের থামিয়ে দেয় না; বরং নতুন করে গড়ে তুলতে শেখায়—নতুন দৃষ্টিভঙ্গি, নতুন লক্ষ্য ও নতুন শক্তি নিয়ে।

জীবনের পথচলায় আমরা প্রায়ই শূন্যতার মুখোমুখি হই। কখনো প্রিয় জিনিস হারাই, কখনো প্রিয় মানুষ দূরে সরে যায়, কখনো কঠোর পরিশ্রমের পরও কোনো স্বপ্ন অধরা থেকে যায়। আবার পরিচিত পরিবেশ বদলে গিয়ে আমাদের অস্থির করে তোলে। তখন মনে হয়, সবকিছু শেষ হয়ে গেছে, সামনে আর কিছু নেই। অথচ প্রকৃতি, ইতিহাস ও আমাদের নিজস্ব অভিজ্ঞতা বলে—শূন্যতা মানেই শেষ নয়; বরং নতুন সম্ভাবনার সূচনা।

একটি ফাঁকা মাঠ যেমন নতুন ফসলের সম্ভাবনা রাখে, তেমনি জীবনের শূন্য মুহূর্তগুলোও হতে পারে নতুন গল্পের শুরু। অন্ধকার রাত যেমন নতুন ভোরের পথ তৈরি করে, তেমনি কোনো অধ্যায়ের সমাপ্তি মানেই আরেকটি অধ্যায়ের শুরু। শূন্যতা আমাদের থামিয়ে দেয় না; বরং নতুন করে গড়ে তুলতে শেখায়—নতুন দৃষ্টিভঙ্গি, নতুন লক্ষ্য ও নতুন শক্তি নিয়ে।

প্রকৃতি আমাদের শেখায় শূন্যতা থেকে কীভাবে সম্ভাবনার জন্ম হয়। একটি গাছ যখন সব পাতা ঝরিয়ে ফেলে, তখন সেটি মৃত বলে মনে হয়। অথচ বসন্ত এলে সেই গাছই আবার নতুন পল্লবে সেজে ওঠে। নদীর পানি শুকিয়ে গেলেও বর্ষায় তা আবার পূর্ণ হয়। ঠিক তেমনি, জীবনের কোনো এক অধ্যায় ফুরিয়ে গেলেও তার মানে এই নয় যে পথ শেষ; বরং নতুন কিছু আসছে, যা হয়তো আরও সুন্দর হবে।

শূন্যতা মানে হারিয়ে যাওয়া নয়; বরং নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ। তাই যখন মনে হবে সব শেষ, তখন ভাবতে হবে—এই শূন্যতার পরই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর সময় আসতে চলেছে। নতুন করে দেখার দৃষ্টিভঙ্গি থাকলেই শূন্যতার মধ্যেও সম্ভাবনা খুঁজে পাওয়া সম্ভব। শেষ থেকেই শুরু হয় নতুন সম্ভাবনার গল্প।

সভাপতি, ভৈরব বন্ধুসভা