শহীদ মিনার

ফুলে ফুলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারফাইল ছবি

শহীদ বেদিতে জমা হয়ে আছে,
শোকের পঙ্‌ক্তিমালা।
বীরের রক্তে প্রাণ পেয়েছে,
আমার বাংলা ভাষা।

ফুলের তোড়ায়, শোক সংগীতে
শহীদের বন্দনা।
নত মস্তকে দাঁড়িয়ে আছেন,
জননী বসুন্ধরা।

হামিদুর আর নভেরার হাতে
উদিত বঙ্গমাতা।
দুই পাশে তাঁর বিপ্লবী বীর,
বঙ্গসন্তানেরা।

প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে আছে
কত যে অশ্রুলেখা,
গীতাঞ্জলি ও অগ্নিবীণা
পারেনি কাড়তে তারা।

যারা ভেবেছিল শেকড় উপড়ে,
রাঙাবে কৃষ্ণচূড়া,
তারা আছে আজ আস্তাকুঁড়ে
নিয়ে সবার ঘৃণা।

শহীদ মিনার চেতন হৃদয়ে
বিপ্লবী দীক্ষাদাতা,
ভাষার গর্বে সারা বিশ্বে
অতুলন দেশমাতা।