দুঃখের পদাবলি
পিপাসিত সমুদ্রের হাতছানি—
অতৃপ্ত তৃষ্ণাগুলো নদী হয়ে মোহনায় মেশে,
দুঃখের পদাবলি অসম্পূর্ণ পরিত্যক্ত কান্নার জল।
ভালোবাসার অসমাপ্ত পিছুটান—
নীল সমুদ্রের আস্বাদনে ব্যতিব্যস্ত নির্লজ্জ সময়,
হৃদয়ের অতল গহ্বরে হারিয়ে যায় কুহেলিকা স্বপ্ন।
ধীর পায়ে হেঁটে চলা শাসনের মন্ত্র—
অপ্রতিরুদ্ধ প্রতিবাদে ভেঙে পড়ে বাধার দেয়াল,
প্রাপ্তির উল্লাসে অন্ধ প্রেম দিশাহারা চাতক।
হার না মানা ইচ্ছার আকুল উচ্ছ্বাস—
মনের ডানায় জাগে অদম্য শক্তির সঞ্চার,
দিগন্তের সীমানায় ঢেউয়ের নীরব মাখামাখি।