তুমি আমাকে এতই ভালোবাসো

অলংকরণ: তুলি

অনেক দিন আমাদের কথা হয় না
দেখা হয় না
তারপর হঠাৎ একদিন
তুমি আমার কাছে একটা চিঠি পাঠালে
লিখলে—কেমন আছ?
এরপর চিঠির উত্তরে আমি লিখে পাঠালাম
আমার না থাকা জুড়ে শুধু তুমি আছ।
তোমার দেওয়া কথা, ভালোবাসা
এখনো হৃদয়ে বেঁধে আছে, জানো!
তুমি আমাকে এতই ভালোবাসো
এর উদাহরণ আমি দিতেই পারি
বিশাল সমুদ্রের মতো, নীল আকাশের মতো
অথবা সমুদ্রের দৈর্ঘ্য আর আকাশের
বিশালতার চেয়েও বড়, তোমার মহৎ মনের মতো।

তুমি আমাকে এতই ভালোবাসো
আমার দুঃখের দিনে, হৃদয়ে মেঘে ঢাকা শ্রাবণ এলে
তুমি কাঁদতে পারো—
বৃষ্টি হয়ে হৃদয়ও আকাশের সমস্ত মেঘ ঝরাতে পারো।
আমার উৎসবের দিনে, মনের বনে দুপুর এলে
হাসতে পারো, গাইতে পারো, নাচতে পারো
তুমি আমাকে এতই ভালোবাসো।
ফোনে কথা বলার বাহানা ধরলে—
সরাসরি দেখা করতে আসো,
ভালোবাসি বললে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো।
তোমার ভালোবাসা যেন
কবিতায় ফুটে ওঠা আনন্দ বাতায়নের মতো।
তুমি আমাকে এতই ভালোবাসো
তাই আমি ভাবতে পারি না অন্য কিছু।
তোমাকে কী করে বলব বলো
আমার না থাকা জুড়ে শুধু তুমি আছ।